ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর সম্পন্ন

আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০২:০২:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০২:১২:২১ অপরাহ্ন
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর সম্পন্ন ​চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপ করেন এবং বিদায়ের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রথম দিন (বৃহস্পতিবার):জাতিসংঘ মহাসচিব ঢাকা পৌঁছে প্রধান উপদেষ্টাসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

দ্বিতীয় দিন (শুক্রবার): কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

এক লাখ রোহিঙ্গার সঙ্গে সংহতি প্রকাশ করে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ

তৃতীয় দিন (শনিবার): গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন

ঐকমত্য কমিশন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ সমাজ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন, 
ইফতার ও নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে সফর সমাপ্ত

রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নে বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারিত্ব

জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা

বাংলাদেশে জাতিসংঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি মানবাধিকার, রোহিঙ্গা সমস্যা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন মাত্রা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ