জুলাই ২০, ২০২৫, ০৩:৪৬ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা আটটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এই গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (২০ জুলাই, ২০২৫) ভোরে বিজিবির তেলিখালী বিওপির (বর্ডার আউট পোস্ট) সদস্যরা হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আনা আটটি গরু জব্দ করা হয়। তবে, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এই বিষয়ে বলেন, "সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন–রাত সতর্ক অবস্থানে রয়েছেন।" তাঁর এই মন্তব্য বিজিবির কঠোর নজরদারি ও চোরাচালান দমনে তাদের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়।
আপনার মতামত লিখুন: