রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

দিনাজপুর জেলায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার: ওয়াকিটকি, জ্যাকেট ও সিল জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ১১:৩৯ পিএম

দিনাজপুর জেলায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার: ওয়াকিটকি, জ্যাকেট ও সিল জব্দ

ছবি- সংগৃহীত

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বড় অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। আজ (১৯ জুলাই, ২০২৫) জেলার কোতোয়ালি থানাধীন ফকিরপাড়া এলাকা থেকে এক ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ভুয়া ডিবি জ্যাকেট, ওয়াকিটকি এবং বিভিন্ন সিলসহ বিপুল পরিমাণ জাল কাগজপত্র জব্দ করা হয়েছে।

 

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আতাউর রহমান (২৮) নামের ওই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে। আতাউর রহমান ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল থানার শিদলি গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে যেসব আলামত জব্দ করা হয়, সেগুলো হলো:

  • ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট

  • ০১টি মটোরোলা ব্রান্ডের ওয়াকিটকি

  • ০১টি ডিবি জ্যাকেট

  • পুলিশের এসআই পরিচয়ে বানানো ৪৭০টি ভিজিটিং কার্ড

  • ০৬টি সিল (যার মধ্যে রাষ্ট্রপতির অফিস নামীয় সিল ০১টি, দুইজন এসআই নামীয় সিল ০২টি, সিনিয়র অ্যাডভোকেট নামীয় সিল ০৩টি)

 

উদ্ধারকৃত মালামাল জব্দ করে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এই সংক্রান্তে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ভুয়া ডিবি পুলিশ সদস্য কী ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং তার কোনো সহযোগী আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন মহোদয় জেলার সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং যেকোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির পুলিশ পরিচয় দাবি করলে স্থানীয় থানা বা ডিবি কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।