জুলাই ১৮, ২০২৫, ০৯:৫৬ পিএম
চলতি বছর একাদশ শ্রেণির ভর্তিতে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী ২৪ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। এবার আবেদন ফি বাড়ানো হয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা থাকছে, আর ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫ এর খসড়ায় এই নতুন বিষয়গুলো যুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে সোমবার (২২ জুলাই) একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এবার একাদশ শ্রেণির ভর্তিতে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো কোটাব্যবস্থা। বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা সংযোজন করা হয়েছে। তবে, একটি আলোচনা রয়েছে যে, এই কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে এবং আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে।
প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা করা হয়েছে, যা গত বছর ছিল ১৫০ টাকা। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।
আপনার মতামত লিখুন: