মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৫, ২৪ জুন ২০২৫ , ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Vivo T4 Ultra 5g: বাংলাদেশে দাম ও সেরা ফিচার ২০২৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুন ১২, ২০২৫, ১২:০০ এএম

Vivo T4 Ultra 5g: বাংলাদেশে দাম ও সেরা ফিচার ২০২৫

বৈশ্বিক স্মার্টফোন বাজারে ভিভো প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা প্রদানে সহায়ক। এই ধারায়, ভিভো তাদের টি-সিরিজের নতুন সংযোজন ভিভো টি৪ আল্ট্রা ৫জি উন্মোচন করতে চলেছে। এমন এক সময়ে এটি বাজারে আসছে যখন প্রযুক্তিপ্রেমীরা উচ্চ পারফরম্যান্স, অত্যাধুনিক ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের সমন্বয়ে একটি সম্পূর্ণ প্যাকেজ খুঁজছেন। এই ডিভাইসটি তার ফ্ল্যাগশিপ-স্তরের স্পেসিফিকেশন এবং প্রতিযোগিতামূলক দামের জন্য ইতিমধ্যেই ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত বাংলাদেশের বাজারে এর সম্ভাব্য মূল্য এবং এটি কখন থেকে পাওয়া যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

ভিভো টি৪ আল্ট্রা ৫জি: বাংলাদেশের বাজারে উন্মোচনের অপেক্ষায়

ভিভো তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ভিভো টি৪ আল্ট্রা ৫জি, বিশ্বব্যাপী এবং একই সাথে বাংলাদেশের বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৮ জুন, ২০২৫ তারিখে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং, উন্নত ফটোগ্রাফি এবং সামগ্রিক মসৃণ ব্যবহারের অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।

শক্তিশালী প্রসেসর ও মেমরি: ভিভো টি৪ আল্ট্রা ৫জি এর প্রধান আকর্ষণ হলো এর মিডিয়াটেক ডায়মেনসিটি ৯৩০০+ (MediaTek Dimensity 9300+) প্রসেসর। ৪ ন্যানোমিটার (nm) ফেব্রিকেশন প্রক্রিয়ায় নির্মিত এই শক্তিশালী অক্টা-কোর চিপসেটটি অতুলনীয় গতি এবং কার্যকারিতা নিশ্চিত করবে, যা যেকোনো গ্রাফিক্স-নিবিড় গেম এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ। এতে ৮ জিবি অথবা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে, যা দ্রুত অ্যাপ লোডিং এবং ডেটা স্থানান্তরে সহায়তা করবে। বাংলাদেশে ভিভো টি৪ আল্ট্রা ৫জি এর ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সম্ভাব্য মূল্য প্রায় ৫৫,০০০ টাকা হতে পারে।

আকর্ষণীয় ডিসপ্লে ও ডিজাইন: এই স্মার্টফোনটিতে একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজোলিউশন ১২৬০x২৮০০ পিক্সেল। ১২০ হার্জ (Hz) রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস (nits) পিক ব্রাইটনেস ডিসপ্লেকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলবে, যা সরাসরি সূর্যের আলোতেও চমৎকার ভিউইং অভিজ্ঞতা দেবে। ডিসপ্লেতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোনটির ডিজাইনও বেশ প্রিমিয়াম; গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক সহ এটি মাত্র ৭.৫ মিমি পুরু এবং ১৯২ গ্রাম ওজনের, যা হাতে ধরতে আরামদায়ক অনুভূতি দেবে। এটি ফিনিক্স গোল্ড এবং মিটিওর গ্রে - এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
 

 

উন্নত ক্যামেরা সক্ষমতা: ফটোগ্রাফি প্রেমীদের জন্য ভিভো টি৪ আল্ট্রা ৫জি-তে একটি শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং f/1.9 অ্যাপারচার রয়েছে, যা কম আলোতেও বিস্তারিত এবং উজ্জ্বল ছবি তুলতে সক্ষম। এছাড়াও, একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (f/2.6) থাকছে, যা ৩x অপটিক্যাল জুম এবং ১০০x ডিজিটাল জুম পর্যন্ত সাপোর্ট করবে। সাথে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর (f/2.2) দেওয়া হয়েছে। সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (f/2.5)। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, এটি ৪কে রেজোলিউশনে ভিডিও ধারণ করতে সক্ষম।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিং: ভিভো টি৪ আল্ট্রা ৫জি-তে একটি শক্তিশালী ৫,৫০০ mAh লিথিয়াম-আয়ন (Li-Ion) ব্যাটারি রয়েছে, যা দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ প্রদান করবে। সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো এর ৯০W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা মাত্র ৪৮ মিনিটে ফোনটিকে ০% থেকে ১০০% চার্জ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। এই দ্রুত চার্জিং সক্ষমতা ব্যস্ত জীবনে ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার: অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ফানটাচ ওএস ১৫ (Funtouch OS 15) নিয়ে আসবে, যা একটি স্বাচ্ছন্দ্যময় ইউজার ইন্টারফেস প্রদান করবে। এতে আইপি৬৪ (IP64) রেটিং রয়েছে, যা এটিকে ধুলা এবং জল ছিটা থেকে সুরক্ষিত রাখবে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম (৫জি সাপোর্ট সহ), ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, জিপিএস, এনএফসি (NFC) এবং ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট থাকবে। এছাড়াও, ফোনটিতে স্টিরিও স্পিকার রয়েছে যা উন্নত অডিও অভিজ্ঞতা প্রদান করবে।

বাংলাদেশের বাজারে ভিভো টি৪ আল্ট্রা ৫জি এর আগমন নিঃসন্দেহে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। এর শক্তিশালী স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ফিচারগুলো এটিকে প্রতিযোগিতামূলক বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে।
পরবর্তী খবর
গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক ২০২৫

পারমাণবিক অস্ত্রে শক্তিশালী পাকিস্তান, সামগ্রিক শক্তিতে এগিয়ে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৫, ০৪:১৭ পিএম

Image

এআই দিয়ে তৈরি এইচএসসি পরীক্ষার মুহূর্ত।

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনা করা হলে সেখানে জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি–আদর্শের এক জটিল হিসাব–নিকাশ প্রতিফলিত হয়। ১৯৪৭ সালে বিভক্তির পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। এ সময়ে একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে তাদের। ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে।

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এ হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে ভারত দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও।

এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান সামরিকভাবেও সংঘাতে জড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কা অনেকের। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে আসছে। এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়াভিত্তিক ‘ডিফেন্স সিকিউরিটি এশিয়া’।

‘গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক (জিএফপি) ২০২৫’ অনুসারে করা এ প্রতিবেদন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার ওয়েবসাইটে গতকাল শুক্রবার প্রকাশ করা হয়। প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ পাঠকের জন্য তুলে ধরা হলো:

সামগ্রিক সামরিক র‍্যাঙ্কিং ও সক্ষমতা সূচক

‘জিএফপি ২০২৫’–এ ৬০টির বেশি বিষয়ের (জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদি) ভিত্তিতে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। সে অনুযায়ী, সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ, সক্ষমতা সূচকে স্কোর ০.১১৮৪ (কম স্কোর মানে বেশি শক্তিশালী সেনাবাহিনী)। এ ক্ষেত্রে পাকিস্তান বিশ্বে ১২তম, স্কোর ০.২৫১৩।

র‍্যাঙ্কিংয়ে ভারতের এ অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের ওপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি।

র‍্যাঙ্কিংয়ে ভারতের এ অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের ওপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবিলায় কৌশলগত বিষয়গুলোয় মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোয় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি।

সামরিক–বেসামরিক জনশক্তি
প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্যও তা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর ওপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে।

ভারতের জনসংখ্যা ১৪০ কোটি (বিশ্বে দ্বিতীয়)। সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ। সক্রিয় সেনা ১৪ লাখ ৬০ হাজার (বিশ্বে দ্বিতীয়)। রিজার্ভ সেনা ১১ লাখ ৬০ হাজার (বিশ্বে সপ্তম)। আধা সামরিক বাহিনীর সদস্য ২৫ লাখ ৩০ হাজার (বিশ্বে দ্বিতীয়)। মোট সামরিক (সক্রিয় ও রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী) জনবল ৫১ লাখ।

অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখ (বিশ্বে পঞ্চম)। সক্রিয় জনবল ১০ কোটি ৮০ লাখ। সক্রিয় সেনা ৬ লাখ ৫৪ হাজার (বিশ্বে সপ্তম)। রিজার্ভ সেনা ৬ লাখ ৫০ হাজার। আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য (রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোরসহ)। মোট সামরিক শক্তি ১৭ লাখ (সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী)।

ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে ‘মুজাহিদ’–এর মতো আইএসআই–নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে।

প্রতিরক্ষা বাজেট

ভারতের বাজেট (২০২৫-২৬) ৭ হাজার ৯০০ কোটি ডলার (যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয়)। এটি জিডিপির ২ দশমিক ১ শতাংশ। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

পাকিস্তানের বাজেট ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি ডলার (অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই)। এ ব্যয় জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। বৈদেশিক সামরিক সহায়তা ১০ কোটি ডলার (মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে)।

ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ৬ থেকে ৮ গুণ। এ বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট–সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়।

স্থলবাহিনী

ভারত-পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে ৩ হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুদেশের মধ্যে ১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে।

ভারতের ট্যাংক ৪ হাজার ৬১৪টি। সাঁজোয়া যান ১ লাখ ৫১ হাজার ২৪৮টি। কামান ৯ হাজার ৭১৯টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা এসএফ, ঘাতক ফোর্স, এমএআরসিওএস।

পাকিস্তানের ট্যাংক ৩ হাজার ৭৪২টি। সাঁজোয়া যান ৫০ হাজার (আনুমানিক)। কামান ৪ হাজার ৪৭২টি (৩৭৫ স্বয়ংক্রিয় হাউইটজারসহ)। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি), এসএসজি নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো।

ট্যাংক, সশস্ত্র যান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানেরও ট্যাংকবহর প্রতিযোগিতামূলক। এ বহর চীনের ভিটি–৪–এর মাধ্যমে আধুনিকায়ন করা। রয়েছে এম১১৩ ও আল–ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান।

বিমানবাহিনী

আধুনিক যুদ্ধে, বিশেষত দ্রুত সাড়া দেওয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ।

ভারতের মোট বিমান ২ হাজার ২২৯টি। এর মধ্যে যুদ্ধবিমান ৫১৩ থেকে ৬০৬টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে এসইউ–৩০এমকেআই, রাফায়েল, তেজস। রয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস–৪০০। হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক। আরও আছে চারটি ‘এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (এইডব্লিউঅ্যান্ডসি)’ ব্যবস্থা।

পাকিস্তানের মোট বিমান ১ হাজার ৩৯৯ থেকে ১ হাজার ৪৩৪টি। এর মধ্যে যুদ্ধবিমান ৩২৮ থেকে ৩৮৭টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে এফ–১৬ ফাইটিং ফ্যালকন, জেএফ–১৭ থান্ডার, মিরেজ থ্রি/ফাইভ। আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার (এএইচ–১এফ কোবরাসহ)। এইডব্লিউঅ্যান্ডসি আছে সাতটি, যা ভারতের চেয়ে বেশি।

ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়; তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। পাকিস্তানের এইডব্লিউঅ্যান্ডসি–সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়।

নৌবাহিনী

ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌসক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের জাহাজ রয়েছে ২৯৪টি। বিমানবাহী রণতরি আছে ২টি। সাবমেরিন ১৮টি (পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিহান্টসহ)। ডেস্ট্রয়ার ১৩টি। ফ্রিগেট ১৪টি। প্যাট্রোল নৌযান ১০৬টি। যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান ৭৫টি (নৌবাহিনীর)। নৌবাহিনী সদস্যসংখ্যা ৬৭ হাজার ৭০০।

পাকিস্তানের জাহাজ ১২১টি। সাবমেরিন ৮টি। ফ্রিগেট ৯টি। প্যাট্রোল নৌযান ১৭টি। এ বাহিনীর যুদ্ধবিমান ৮টি। নৌবাহিনী সদস্যসংখ্যা ২৩ হাজার ৮০০।

ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমানবাহী রণতরি না থাকা ও সীমিতসংখ্যক যুদ্ধবিমানের কারণে গভীর সমুদ্র দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে।

পারমাণবিক সক্ষমতা

ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এ সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি–থ্রি/ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (পাল্লা ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার), মিরেজ ২ হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরিহান্ট। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার (নো ফার্স্ট ইউজ/এনএফইউ) নীতির পক্ষে ভারত। তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি।

অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন–টু/থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাত্র, এফ–১৬ যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ‘ফুল–স্পেকট্রাম ডেটারেন্স’ নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

কৌশলগত জোট ও জটিল মূল্যায়ন

ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক। আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও।

জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভান্ডার, অপ্রতিসম যুদ্ধকৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে।

প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নে অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ (চীন–পাকিস্তান)। পুরোনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা। ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে বেশি মনোযোগও দেশটির আরেক দুর্বলতা।

অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম, তুলনামূলক ছোট জনশক্তি, পুরোনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে।

আরএস