রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
আন্তর্জাতিক

ট্রাম্পের বিশাল মামলা: মারডক ও ওয়াল স্ট্রিট জার্নাল নিশানায়

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ০৩:৪৫ পিএম

ট্রাম্পের বিশাল মামলা: মারডক ও ওয়াল স্ট্রিট জার্নাল নিশানায়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক এবং তার মালিকানাধীন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের এক বিশাল মানহানির মামলা করেছেন। এই মামলাটি দায়ের করা হয়েছে জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত একটি বিতর্কিত প্রতিবেদনকে কেন্দ্র করে, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালে জেফরি অ্যাপস্টেইনের ৫০তম জন্মদিনে ট্রাম্প নাকি একটি অশালীন নোট পাঠিয়েছিলেন। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয় যে, নোটটির মধ্যে একটি নগ্ন নারীর স্কেচ এবং ট্রাম্প ও অ্যাপস্টেইনের কথোপকথনের মতো কিছু লেখা ছিল।

ট্রাম্প এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দৃঢ়তার সাথে বলেছেন, “এগুলো আমার লেখা নয়। এভাবে আমি কথাও বলি না এবং কোনো আঁকাআঁকি করি না।” তিনি তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্রতিবেদনটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এই প্রতিবেদন প্রকাশ করলে মামলা হবে—এ কথা আগেই জানানো হয়েছিল। মামলায় ট্রাম্প দাবি করেছেন, এই প্রতিবেদন তার সুনাম ক্ষুণ্ন করেছে এবং মার্কিন মানহানির আইনের লঙ্ঘন হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের মালিক ডাউ জোন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের প্রতিবেদন সম্পূর্ণ নির্ভুল। তারা এই মামলাটি শক্তভাবে মোকাবেলা করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, রুপার্ট মারডক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, যা কখনো ঘনিষ্ঠ আবার কখনো টানাপোড়েনপূর্ণ ছিল। এই মামলা সেই সম্পর্কের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
 

ট্রাম্পসহ দেশ-বিদেশের বহু ধনকুবেরের বন্ধু ছিলেন জেফরি অ্যাপস্টেইন। তার বিরুদ্ধে নিউইয়র্ক ও ফ্লোরিডায় নিজ বাড়িতে অনেক কন্যাশিশু ও কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে মামলা হয়েছিল। তিনি বিচার শুরুর অপেক্ষায় ছিলেন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাকক্ষ থেকে অ্যাপস্টেইনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, তা নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা আজও অমীমাংসিত।

এই মামলার ফলাফল মার্কিন মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।