রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে, আশা মির্জা ফখরুলের

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৫, ০২:৫১ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে, আশা মির্জা ফখরুলের

ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, আগামী ২০২৫ সালের ২৬শে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে। আজ রবিবার (২০ জুলাই, ২০২৫) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন জিয়া উদ্যানে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে, আগামী ২৬শে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই নির্বাচনের মাধ্যমেই একটি véritable জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

মি. আলমগীর জোর দিয়ে বলেন, "যে সরকার এই শহীদদের (জুলাই গণঅভ্যুত্থানে নিহত) মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন। একই সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা করবে।" তিনি আরও উল্লেখ করেন যে, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক এবং বিএনপি 'রেইনবো নেশন' (বহুরঙা জাতি) গঠন করতে চায়, যেখানে সবাইকে নিয়েই দেশ পরিচালিত হবে।

গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি তাঁর দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মি. আলমগীর বলেন, ছাত্র-জনতা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তিনি একটি 'নতুন বাংলাদেশ' গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, "আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন থাকবে চাই না।"

এছাড়াও, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করার জন্য একটি ফান্ড গঠন করার কথাও জানিয়েছেন।