জুলাই ২০, ২০২৫, ০৭:২৭ পিএম
মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের বোলারদের দাপটের পর এবার ফিল্ডিং নৈপুণ্যেও পাকিস্তানকে চেপে ধরেছে টাইগাররা। ওপেনার ফখর জামান, যিনি ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর পাকিস্তানের আশার প্রতীক হয়ে ক্রিজে টিকে ছিলেন, শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়ে বিদায় নিয়েছেন। দলীয় ৭০ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে সফরকারীরা, যা তাদের ইনিংসকে আরও বড় বিপদে ফেলে দিয়েছে।
ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে এই ঘটনা ঘটে। রান নেওয়ার পর দ্বিতীয় রানের জন্য ছুটেছিলেন ফখর এবং খুশদিল শাহ। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ক্রিজের মাঝপথে আটকে যান ফখর, এবং যথাসময়ে আর ক্রিজে ফেরা হয়নি তার। তাসকিনের থ্রো ধরে দ্রুত স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার লিটন দাস, যার ফলে ফখরের ৪৪ রানের (৬ চার ও ১ ছক্কায়) গুরুত্বপূর্ণ ইনিংসের ইতি ঘটে।
এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের দাপটে পাকিস্তান চোখে সর্ষেফুল দেখছে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। এরপর থেকেই তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ নিয়মিতভাবে ধাক্কা খাচ্ছিল।
বিস্তারিতভাবে ম্যাচের চিত্র তুলে ধরলে দেখা যায়, ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ওপেনার সাইম আইয়ুবকে (৬ রান) সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। বড় শট খেলতে গিয়ে সাইম ডিপ ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুর রহমানের তালুবন্দি হন। এরপর তিনে নামা মোহাম্মদ হারিস (৪ রান) শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে গিয়ে শেখ মেহেদীর বলে সীমানা দড়ির সামনে ধরা পড়েন। উচ্চাভিলাষী শটে টাইমিংয়ের গরমিলে ডিপ মিড উইকেটে শামিম হোসেনের ক্যাচ হয়েছেন তিনি।
পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে (৩ রান) অনেকটা বলেকয়ে আউট করেন পেসার তানজিম সাকিব। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লে'র শেষ ওভারে হাসান নওয়াজকে (০ রান) রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ চেনান মোস্তাফিজুর রহমান। এরপর রান আউটের ফাঁদে পড়েন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
এই ধারাবাহিক উইকেট পতনের মধ্যেই ফখর জামান একপ্রান্ত ধরে রেখে প্রতিরোধের চেষ্টা করছিলেন। কিন্তু তার রান আউটে বিদায় পাকিস্তানের ইনিংসকে আরও ভঙ্গুর করে তুলেছে, যা বাংলাদেশের জন্য একটি বিশাল ইতিবাচক দিক। টাইগারদের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং নৈপুণ্য পাকিস্তানকে একটি ছোট স্কোরে বেঁধে রাখার সম্ভাবনা তৈরি করেছে
আপনার মতামত লিখুন: