রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন: নারী ফুটবলে নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৯, ২০২৫, ০১:৪৮ পিএম

দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন: নারী ফুটবলে নতুন ইতিহাস

সংগৃহীত

নারী ফুটবল ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে এক দারুণ জয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন, যদিও ম্যাচে দুটি পেনাল্টি মিস করেছে দলটি। সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইউরোর ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই জয় স্প্যানিশ নারী ফুটবল দলের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে।

সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকরা সেভাবে সুবিধা করতে পারেনি। আক্রমণ ও বল দখলের দিক থেকে স্পেন ছিল অনেক এগিয়ে। তবে আক্রমণে পিছিয়ে থাকলেও, সুইজারল্যান্ড স্পেনের বিরুদ্ধে রক্ষণে বেশ শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের ৯ মিনিটে স্পেন একটি পেনাল্টি পেয়েছিল, কিন্তু স্পেনের মারিওনা কালদেনতেই সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। পেনাল্টি মিসের পরও স্পেন একের পর এক আক্রমণ চালিয়ে যায়, কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি।

বিরতির পর অবশ্য সুইসদের প্রতিরোধ ভেঙে পড়ে। স্পেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ৬৬ মিনিটে অ্যাথেনা দেল কাসতিল্লো স্পেনের হয়ে প্রথম গোল করেন। এরপর ৭১ মিনিটে ক্লাউদিয়া পিনা চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এই দুটি গোলের পর সুইজারল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি। শেষ আট থেকেই তাদের বিদায় নিতে হয়। ম্যাচের ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে স্পেনের ব্যবধান আরও বাড়তে পারত, তবে এই মিস দলের জয়ে কোনো প্রভাব ফেলেনি।

আমাদের অনুসন্ধানে জানা গেছে, মেয়েদের ইউরোতে এটি স্পেনের নকআউট পর্বে পাওয়া প্রথম জয়। এর আগে ২০১৩, ২০১৭ এবং ২০২২ সালের আসরে স্পেন গ্রুপ পর্বের পর সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেছিল, কিন্তু জিততে পারেনি। ১৯৯৭ সালে গ্রুপ পর্বের পর সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এবং সেবারও স্পেন সেমিফাইনালে উঠে হেরে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এই জয় স্প্যানিশ নারী ফুটবল দলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে এসেছে।

এই জয়ের পর, স্পেন আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে ফ্রান্স অথবা জার্মানির মুখোমুখি হবে। ফ্রান্স ও জার্মানির মধ্যকার শেষ আটের ম্যাচটি গতকাল (শুক্রবার, ১৯ জুলাই ২০২৫) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়েছে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। ম্যাচ শেষে স্পেনের উইঙ্গার কাসতিল্লো জানান, "সেমিফাইনালে যেতে পেরে আমরা খুবই আনন্দিত। দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। পরিবেশটা দুর্দান্ত ছিল। আশা করি আমরা আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব।" ফুটবল বিশেষজ্ঞদের মতে, স্পেনের এই পারফরম্যান্স তাদের ধারাবাহিক উন্নতি এবং নারী ফুটবল বিশ্বে তাদের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ।