শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও অবরোধ

মোঃ জাহিদ হাসান

জুলাই ১৬, ২০২৫, ০৯:০৮ পিএম

গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর কর্মসূচি এবং তাদের নেতাদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের দশমাইল মোড়ে ‘চব্বিশের আন্দোলনকারী ছাত্ররা’ এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালীন বক্তারা প্রশাসনের দুর্বলতার অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ আরও অনেকে অংশ নেন।