জুলাই ১৭, ২০২৫, ০৯:২৭ পিএম
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল। বৈরী আবহাওয়ার কারণে মাঠ অনুপযোগী থাকায় নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের এই ম্যাচ। এই জয়ের ফলে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। টানা চারটি ম্যাচে জয় পেয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। যদি বাংলাদেশ ও নেপাল উভয়েই তাদের পরবর্তী ম্যাচ জেতে, তাহলে ২১ জুলাই এই দুই দলের মধ্যকার ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনালে পরিণত হবে।
আজকের ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণ এবং বল পজিশনে পুরো সময় জুড়েই বাংলাদেশের আধিপত্য ছিল। দ্বিতীয়ার্ধে ভুটান গোল শোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। বাংলাদেশ একটি পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়, তবে পরবর্তীতে আরও দুটি গোল করে ম্যাচ জয়ে কোনো সমস্যা হয়নি।
এর আগে, গত পরশু বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। সেই ম্যাচটিও দুইটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারেনায় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। কিন্তু ম্যাচটি তিন ঘণ্টা পর দ্বিতীয়ার্ধে শুরু হলে ভুটান দ্রুত সমতা আনে। এরপর শান্তি মারডি আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায়। আজকের ৩-০ গোলের জয় বাংলাদেশের শক্তিশালী রক্ষণভাগ এবং আক্রমণভাগের সমন্বয়ের প্রমাণ। দলের খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে টুর্নামেন্টে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। এই বিজয় নারী ফুটবলে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকে আবারও প্রমাণ করেছে এবং ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে।
আপনার মতামত লিখুন: