বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:০১ পিএম

নুরকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর

ছবি - সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১ নম্বর কেবিনে নুরের সঙ্গে দেখা করেন জামায়াতের এই নেতা। এসময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়া উচিত এবং এই লক্ষ্য পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরে সাংবাদিকদের কাছে মুজিবুর রহমান বলেন, "নুরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমাদের জানা নেই। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।" তিনি আরও বলেন, যেভাবে নুরকে আহত করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াতের এই নেতা বলেন, "দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সংহতি বজায় রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।"

নুরের ওপর এই হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।