বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

শ্রমিক নিহতের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

মোঃ মোমিনুল ইসলাম

সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:৫৯ পিএম

শ্রমিক নিহতের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

ছবি- সংগৃহীত

নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির শ্রমিক উইং কেন্দ্রীয় সদস্য রেজাউল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক একরামুল হক আবির।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোর-এ-শহীদ ময়দানে এসে শেষ হয়। আন্দোলনকারীরা নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।