মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

প্লট দুর্নীতির মামলায় হাসিনা ও স্বজনদের বিরুদ্ধে আরো ৬ জনের সাক্ষ্য

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৪৪ পিএম

প্লট দুর্নীতির মামলায় হাসিনা ও স্বজনদের বিরুদ্ধে আরো ৬ জনের সাক্ষ্য

ছবি - সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক স্বৈরাচার শেখ হাসিনা ও তার স্বজনদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে ৬ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। এই মামলাগুলোতে অভিযুক্তরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

আজ যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন সোনালী ব্যাংকের গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, ওই শাখার প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম, কর সার্কেল প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কর সার্কেল কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক, কর সার্কেল নোটিস সার্ভার মো. আবু তাহের এবং অফিস সহায়ক দেলোয়ার হোসেন। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত থেকে এই ছয়জন সাক্ষীকে সমন পাঠানো হয়েছিল এবং তারা আজ জবানবন্দি দিয়েছেন। গত ৩১ জুলাই এসব মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পৃথক তিন মামলার একটিতে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্য দুটি মামলায় যথাক্রমে ১৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, এবং শেখ হাসিনাসহ অন্যান্যরা রয়েছেন। গত ২০ জুলাই এসব মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ৫-এ পাঠানো হয়েছিল।