বাবা-মায়ের আত্মত্যাগ: সন্তান রক্ষা পেল, হারাল পরিবার
অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল সৈকতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। গত ২৮ ডিসেম্বর সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে যেতে থাকা তাদের ছোট মেয়ে সিয়ানাকে বাঁচাতে বাবা-মা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। সিয়ানাকে তারা বাঁচাতে সক্ষম হলেও নিজেরা আর জীবিত ফিরতে পারেননি। বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন এবং সাবরিনা আহমেদ পাপড়ি তাদের কন্যাদের নিয়ে বেড়াতে