আগস্ট ১৮, ২০২৫, ১০:৩৫ এএম
জীবনের নিয়ম লঙ্ঘন করে ভিক্ষাবৃত্তির অপরাধে কুয়েতে ১৪ জন বিদেশি নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ অভিযানে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দুজন বাংলাদেশি নারীও রয়েছেন। এছাড়া ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিরিয়ান নাগরিক আটক হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে দেশজুড়ে এই ধরনের নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ দমন করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।
কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে ‘ফ্যামিলি জয়েনিং আইন-এর ২২ ধারা’ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে অপরাধী ও তার পৃষ্ঠপোষক উভয়কেই দেশ থেকে নির্বাসন দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অপরাধ কমাতে আটককৃতদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা হতে পারে, যাতে ভবিষ্যতে কেউ এই কাজ থেকে বিরত থাকে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন এবং আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।