আগস্ট ১৮, ২০২৫, ০৭:৩২ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভা আগামী ২৩ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। সেই সভায় ১১টি আলোচ্যসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গঠনতন্ত্র সংশোধনের খসড়া উপস্থাপন। গত বছর ২৬ অক্টোবর নির্বাচিত হওয়ার পর থেকেই নতুন সভাপতি তাবিথ আউয়াল এই সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।
গত ৯ নভেম্বর কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য তিন মাস মেয়াদের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ফিফার সঙ্গে আলোচনা করে বাফুফের নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছে। নির্বাহী সভায় আলোচনা ও অনুমোদনের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভায় উত্থাপন করা হবে।
অন্যান্য আলোচ্যসূচি গঠনতন্ত্র সংশোধন ছাড়াও এই সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে:
-
রেফারি কমিটি গঠন: প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও রেফারি কমিটি গঠিত হয়নি। মার্চের তৃতীয় নির্বাহী সভায় বিষয়টি আলোচ্যসূচিভুক্ত থাকলেও সিদ্ধান্ত হয়নি। এবারের সভায় বিষয়টি আবারও উঠছে।
-
আর্থিক প্রতিবেদন: জুন মাসে বাংলাদেশ-ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি হোম ম্যাচের আয়-ব্যয়ের হিসাব এবং ২০২৪ সালের অডিট রিপোর্ট অনুমোদনের জন্য সভায় উত্থাপিত হবে।
-
আর্থিক স্বচ্ছতা: জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাওয়া ১০ কোটি টাকার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি আলাদা ব্যাংক হিসাব খোলার পরিকল্পনা রয়েছে।
নতুনত্ব ও সভার স্থান বাফুফের ইতিহাসে এবারই প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে এজেন্ডাভুক্ত বিষয় ছাড়াও অন্য কোনো বিষয় আলোচনার জন্য ২০ আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে। সভার দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো স্থান নির্ধারিত হয়নি। কমিটির অনেক সদস্য চান ফেডারেশনের নিজস্ব কার্যালয়েই এই সভা অনুষ্ঠিত হোক।
এই সভা বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। নতুন কমিটির নেতৃত্বাধীন বাফুফে গঠনতন্ত্রের সংস্কারের পাশাপাশি ফুটবলের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েও একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।