সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পদ্মা সেতুর সারচার্জ কেন বন্ধ হবে না, হাইকোর্টের রুল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৫, ০৫:৪২ পিএম

পদ্মা সেতুর সারচার্জ কেন বন্ধ হবে না, হাইকোর্টের রুল

ছবি- সংগৃহীত

পদ্মা সেতু নির্মাণের উদ্দেশ্যে মোবাইল ফোনে ব্যবহৃত ব্যয়ের ওপর আরোপিত ১ শতাংশ সারচার্জ আদায় কেন বন্ধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’র (সিসিএস) পক্ষ থেকে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এই সিদ্ধান্ত ক্যাম্পাস কমিউনিটিসহ দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য একটি বড় খবর।

রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। এর আগে গত ১০ জুলাই সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ এ বিষয়ে রিট আবেদন করেন।

নোটিশে বলা হয়, পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের থেকে এই সারচার্জ নেওয়া হচ্ছিল। ২০১৬ সালে এটি আরোপ করা হয়, যা আজও অব্যাহত রয়েছে। এরই মধ্যে এই সারচার্জের মাধ্যমে প্রায় ২ হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। যদিও ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে, তবুও এই সারচার্জ কর্তন বন্ধ করা হয়নি।

নোটিশে আরও বলা হয়, সরকার ২০১৫ সালে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন’ প্রণয়ন করে। ওই আইনের ৪নং ধারায় বলা হয়েছে, সারচার্জ আদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। কিন্তু প্রজ্ঞাপনে কোনো মেয়াদ নির্দিষ্ট করা হয়নি, যা আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই বেআইনি সারচার্জ আদায়ের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।