শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার উৎখাতে পরিকল্পনা: দায় স্বীকার যুবলীগ নেতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ১০:২০ পিএম

সরকার উৎখাতে পরিকল্পনা: দায় স্বীকার যুবলীগ নেতার

ছবি- সংগৃহীত

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে দায়ের করা এক মামলায় বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠকের মামলায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই জবানবন্দি রেকর্ড করেন। একই মামলায় আরও দুই ছাত্রলীগ নেতাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি'র গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন জানান, সোহেল রানা স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় আদালতে তার জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়। আদালতের নির্দেশে তার জবানবন্দি রেকর্ড করা হয়। একইসঙ্গে, মামলার অন্য দুই আসামি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেব ওরফে নয়ন এবং সন্দ্বীপ থানা ছাত্রলীগ নেতা শামসুদ্দিন রনিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে জোরালো সওয়াল করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সৌরভ দেব ও শামসুদ্দিন রনির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্ষমতাসীন দলের অঙ্গ-সংগঠনের নেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এবং দায় স্বীকার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি নতুন দিক উন্মোচন করেছে।