শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও, কেন বললেন আলিয়া?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৫, ১১:০৭ এএম

ভিতরে ঢুকবে না, এখান থেকে বের হও, কেন বললেন আলিয়া?

ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করে আবারও সংবাদের শিরোনামে এসেছেন। তার আবাসনের ভেতরে ঢুকে ছবি তোলার চেষ্টা করায় আলিয়া সাংবাদিকদের প্রতি কড়া বার্তা দেন, যার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পিকলবল খেলে বাড়ি ফেরার সময় সাংবাদিকরা আলিয়ার পিছু নেন এবং তার আবাসনের ভেতরে ঢুকে পড়েন। এমনকি তারা আলিয়ার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে তাকে ঘিরে ধরেন। সাংবাদিকদের এই আচরণে আলিয়া মেজাজ হারান।

ভাইরাল হওয়া ভিডিওতে আলিয়াকে বলতে শোনা যায়, "গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের আবাসন নয়; দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।" কিন্তু তার বারবার অনুরোধ সত্ত্বেও সাংবাদিকরা ছবি তোলা বন্ধ করেননি।

আলিয়া ভাটের এই কড়া মেজাজের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা তার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন এবং বলছেন যে সাংবাদিকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। এর আগেও ২০২৩ সালে আলিয়া তার বাড়িতে লেন্সবন্দি হওয়ার পর সাংবাদিকদের বাড়াবাড়িতে ক্ষোভ প্রকাশ করেছিলেন।