শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

আড়াই কোটির ফ্ল্যাট নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা সিংহরায়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ০৯:৪৯ পিএম

আড়াই কোটির ফ্ল্যাট নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা সিংহরায়

ছবি- সংগৃহীত

জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় তার বিলাসবহুল জীবনযাপন এবং আড়াই কোটি টাকার ফ্ল্যাট কেনার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সাফল্যের পেছনের কঠিন সংগ্রামের কথা তুলে ধরেছেন এবং নেটিজেনদের সমালোচনার জবাব দিয়েছেন।

 ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা বলেন, “আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসঙ্গে আড়াই কোটি টাকা আমি কখনো দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি, তাহলে আমি কেন বলব না? কেন লুকিয়ে রাখব?” তার কথায় স্পষ্ট যে, এই গুঞ্জনগুলো সত্য নয়। তিনি তার সাফল্যের পেছনে থাকা কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য এবং ট্রোলের শিকার হলেও দেবচন্দ্রিমা তার জবাব দিতে আগ্রহী নন। বরং তিনি তার সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, “আমি তিলে তিলে নিজের জায়গা তৈরি করেছি। হতে পারে অনেক দিন না খেয়ে কাটিয়েছি, তিন বছর কোথাও ঘুরতে যাইনি।” তিনি আরও বলেন, “জীবনের অনেক কিছু ছেড়ে আজ এই জায়গা তৈরি করতে পেরেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি, তাতে অসুবিধার তো কিছু নেই। নিজের সাফল্য কেন ভাগ করে নেব না আমি?”

দেবচন্দ্রিমা সম্প্রতি একটি নতুন শাড়ির ব্যবসা শুরু করেছেন, যা তার মা এবং বোন দেখাশোনা করছেন। পাশাপাশি, ওয়েব সিরিজেও তিনি নিয়মিত কাজ করছেন। আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন সিরিজ ‘তোমাকে বুঝি না প্রিয়’।