শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী, জাতি স্মরণ করছে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৫, ১১:১৩ এএম

বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী, জাতি স্মরণ করছে

ছবি- সংগৃহীত

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ দিন। আজ ৫০তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছিলেন তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেদিন শুধু বঙ্গবন্ধু নন, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, দুই পুত্রবধূ এবং ছোট ভাই শেখ নাসেরকেও হত্যা করা হয়। সেই রাতেই ঘাতকরা আরও হত্যা করে বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্য ও নিকটাত্মীয়দের।

বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা শেখ মুজিবুর রহমান ব্রিটিশ শাসন অবসানের পর ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন এবং ছয় দফার মাধ্যমে তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। তার নেতৃত্বেই ১৯৭১ সালে মহান স্বাধীনতা অর্জিত হয়।

বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার হত্যাকারীদের বিচার প্রক্রিয়া শুরু হয়। এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক। প্রতি বছর এই দিনে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করে।