শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ০৮:৫১ পিএম

সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট

ছবি- সংগৃহীত

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে সাঈদীর কর্মের প্রশংসা করে এই পোস্ট দেন।

ড. মিজানুর রহমান আজহারী তার পোস্টে লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’ এই পোস্টের মন্তব্যের ঘরে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী ‘আমিন’ লিখে তাদের সমর্থন জানান এবং সাঈদীর প্রতি শ্রদ্ধা জানান। অনেকেই তার জীবন ও কর্ম নিয়ে সেমিনার ও আলোচনার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

একই দিনে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে দাবি করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। তিনি বলেন, হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, এবং তার পরিবারের সদস্যদেরও দেখা করতে দেওয়া হয়নি। জামায়াত এই ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্টদের বিচার দাবি করেছে।

জামায়াতের অভিযোগ অনুযায়ী, সাঈদীর মৃত্যুর পর ঢাকায় তার জানাজা আদায়েও বাধা দেওয়া হয়েছিল। পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ধর্মীয় আলোচক। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার কোরআনের তাফসির ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ব্যাপকভাবে প্রচারিত হয়।