শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, সিপিএলে হারল তার দলও

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৫, ১০:৫০ এএম

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, সিপিএলে হারল তার দলও

ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার দুঃসময় কাটিয়ে উঠতে পারেননি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৬ উইকেটে হেরেছে। এই ম্যাচে সাকিব ব্যাটে-বলে ছিলেন নিদারুণ ব্যর্থ।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ইনিংসের অষ্টম ওভারে ক্রিজে আসেন সাকিব। কিন্তু ব্যাট হাতে তিনি কোনো ছন্দ খুঁজে পাননি। ১৬ বল খেলে তিনি মাত্র ১১ রান করেন, যেখানে কোনো চার বা ছক্কা ছিল না। তার স্ট্রাইক রেট ছিল মাত্র ৬৮.৭৫। যেখানে দলের অন্য ব্যাটার কারিমা গোর ৩৪ বলে ৬১ রান করেন, সেখানে সাকিবের এই ধীরগতির ইনিংস দলের রান বাড়ানোর ক্ষেত্রে কোনো সাহায্য করেনি।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ১২১ রানে গুটিয়ে যায়। সেন্ট কিটসের বোলার ওয়াকার সালামখিল নেন ৪টি উইকেট, ফজলহক ফারুকী এবং নাসিম শাহ ২টি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও সাকিব কিছু করতে পারেননি। যদিও তাকে মাত্র এক ওভার বল দেওয়া হয়েছিল, তাতে তিনি ৬ রান দিয়েছেন। সেন্ট কিটস পাওয়ারপ্লেতেই ৫৫ রান তুলে ফেলে, যার ফলে সাকিবের দলের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। যদিও মাঝের দিকে কিছু উইকেট তুলে নিয়ে অ্যান্টিগা লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত আলিক এথানাজে এবং জেসন হোল্ডারের ৪৯ রানের অপরাজিত জুটিতে সেন্ট কিটস সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

সাকিবের জন্য এটি ছিল আরেকটি হতাশাজনক দিন, যেখানে তার ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলের ফলাফল— উভয়ই ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি।