আগস্ট ১৩, ২০২৫, ১০:৩২ এএম
দীর্ঘ ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল পাকিস্তান। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ক্যারিবীয়রা এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে। ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
ওয়েস্ট ইন্ডিজ সবশেষ পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ১৯৯১ সালে। এরপর থেকে ১১টি সিরিজে মুখোমুখি হয়েও পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি তারা। তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল ক্যারিবীয়রা।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ২৯৪ রানের একটি বিশাল সংগ্রহ দাঁড় করায়। তিনি মাত্র ৯৪ বলে পাঁচটি ছক্কা ও ১০টি চারের সাহায্যে অপরাজিত ১২০ রান করেন। তার ইনিংসে ছিল জাস্টিন গ্রিভসের সঙ্গে ৫০ বলে ১১০ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি, যেখানে গ্রিভসও ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে চরম বিপর্যয়ের শিকার হয়। ২৯.২ ওভারে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায় দলটি। পাকিস্তানের এই ব্যাটিং ধসের মূল কারণ ছিল ক্যারিবীয় পেসার জেডেন সিলসের দুর্দান্ত বোলিং। তিনি ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুতেই সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শূন্য রানে আউট হন। পরবর্তীতে সালমান আগা ৪৯ বলে ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হওয়ার পর কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডের সঙ্গে বিশেষ বৈঠকের পর ঘুরে দাঁড়ানোর এই জয় ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য নতুন প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।