বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের হারে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ, বিশ্বকাপে দুশ্চিন্তা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ০৫:৪৭ পিএম

পাকিস্তানের হারে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ, বিশ্বকাপে দুশ্চিন্তা

ছবি- সংগৃহীত

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় দিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়েছে টাইগাররা। এই অবনতির কারণে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ হারিয়েছে বাংলাদেশ, যা এখন দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার রাতে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৯২ রানে গুঁড়িয়ে দিয়ে ২০২ রানের বিশাল জয় পায় উইন্ডিজ। এই জয়ের ফলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে যায় এবং তারা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে উঠে আসে, ফলে বাংলাদেশ ১০ নম্বরে নেমে যায়।

২০২৭ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েসহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে প্রোটিয়ারা র‍্যাঙ্কিংয়ে ছয়ে থাকায়, র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকলেও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত। কিন্তু এখন ১০ নম্বরে নেমে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে টাইগারদের এখন আবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ফিরতে হবে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে সরাসরি বিশ্বকাপের জন্য। এই সময়ের মধ্যে বাংলাদেশ পাচ্ছে ২৬টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে ১১টি ম্যাচ এমন দলের বিপক্ষে, যারা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। এসব ম্যাচে জিতলে র‍্যাঙ্কিং খুব সামান্যই উন্নতি হবে, কিন্তু হারলে ক্ষতি হবে অনেক।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স ধারাবাহিক নয়। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের জন্য এখন দলকে আবার প্রতিযোগিতামূলক জায়গায় ফিরিয়ে আনা এক কঠিন চ্যালেঞ্জ। দলকে আবার শীর্ষ আটে নিয়ে আসতে না পারলে বিশ্বকাপে বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে।