আগস্ট ১৪, ২০২৫, ০৯:৩৯ এএম
এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল সাজানো নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ চিন্তিত। বিশেষ করে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমকে না পাওয়ায় এখন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে দলে পেতে মরিয়া বাফুফে।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য বুধবার থেকে ক্যাম্প শুরু হলেও, বেশ কয়েকজন খেলোয়াড় এখনো ক্যাম্পে যোগ দেননি। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম তার ক্লাব কাভারলির হয়ে খেলতে থাকায় সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে পাওয়া যাচ্ছে না।
তবে বাফুফে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে দলে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্যানেজার আমের খান বলেন, “কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছে। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।” হামজা চৌধুরী যদি খেলতে আসেন, তবে তা দলের মাঝমাঠকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
নেপালের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার এটিই সেরা সুযোগ। তাই একজন তারকা মিডফিল্ডারকে দলে পাওয়া দলের জন্য অনেক বড় স্বস্তির কারণ হতে পারে।