মোস্তাফিজুর রহমান
আগস্ট ১৪, ২০২৫, ০৭:০৮ পিএম
ছবি- মোস্তাফিজুর রহমান | দিনাজপুর টিভি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগকালে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয়ভিত্তিক পরিবেশ ক্লাব শক্তিশালীকরণে গাছ বিতরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি এবং গণসাক্ষরতা অভিযান-এর যৌথ আয়োজনে, মালালা ফান্ডের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে একটি র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হালুয়া ফজলে রাব্বী বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ছিন্নমূল মহিলা সমিতির উপ-পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, গুনভড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু, জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক রায়হান সরকার এবং ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা প্রতিমা রাণী।
সভায় জেন্ডার সংবেদনশীল জলবায়ু পরিবর্তন সহায়ক এবং তথ্যনির্ভর শিক্ষা প্রসারে স্থানীয় পর্যায়ে শিক্ষার বাজেট বৃদ্ধি, নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং দুর্যোগকালে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয়ভিত্তিক পরিবেশ ক্লাবগুলোকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি এই প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কাজ করছে এবং প্রতিটি বিদ্যালয়ে ৫০টি করে মোট ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।