আগস্ট ১৪, ২০২৫, ১০:৩৪ পিএম
আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এছাড়াও, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই এলাকাটি যেহেতু ১৫ আগস্টের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দু, তাই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক গণমাধ্যমকে জানান, “কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উচ্ছৃঙ্খলতা করতে না পারে, সে জন্যই আমরা সতর্ক অবস্থানে আছি। পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। প্রতি বছর এই দিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হন। এই শোক দিবসকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালিত হয়। তাই এই দিনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই বাড়তি নজরদারি থাকে।