শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, রহস্যের জট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৫, ১০:৫৬ এএম

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, রহস্যের জট

ছবি- সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

নিহতরা হলেন:

  • মিনারুল ইসলাম (৩০)

  • তার স্ত্রী মনিরা বেগম (২৮)

  • তাদের ছেলে মাহিম (১৩)

  • তাদের মেয়ে মিথিলা (১৮ মাস)

মতিহার থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালাম পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক জানান, নিহত মিনারুল ইসলাম পেশায় একজন কৃষক এবং তার কিছু ঋণ ছিল বলে জানা গেছে। পুলিশ যখন তাদের বাড়িতে পৌঁছায়, তখন দেখা যায় উত্তরের ঘরে মনিরা বেগম ও তার মেয়ের মরদেহ পড়ে আছে। আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম ও তার ছেলের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। এই ঘটনাকে প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা আর্থিক সংকটের জের ধরে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পুলিশ পুরো বাড়িটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।