শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সাভারে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র জরুরি উদ্যোগ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ০৯:০১ পিএম

সাভারে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র জরুরি উদ্যোগ

ছবি- সংগৃহীত

সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায় জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়ে থাকা অর্ধশত পরিবারের দুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে এবং বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভারি বৃষ্টিপাতের কারণে সাভারের পূর্ব জামসিং মহল্লার সড়কগুলো পানিতে তলিয়ে যায় এবং অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে। এতে অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই সমস্যার মূল কারণ হলো অপরিকল্পিত নগরায়ণ এবং বাড়িঘর নির্মাণের সময় সঠিক লেভেলিং না মানা। ইউএনও আবু বকর সরকার ঢাকা পোস্টকে জানান, “গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পানিবন্দি মানুষদের কষ্ট লাঘব করার জন্য পানি নিষ্কাশনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।”

ইউএনও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা প্রত্যেকে বাড়ি করার সময় ন্যূনতম একটি লেভেলিং মেনে কাজ করবেন। এতে জলাবদ্ধতা দূর করা আমাদের জন্য সহজ হবে।” এ সময় সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের ফলে পূর্ব জামসিং মহল্লার পানিবন্দি মানুষেরা সাময়িক স্বস্তি ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।