আগস্ট ১৪, ২০২৫, ১০:৫৬ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এক দেহরক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতনে স্থানীয় এক বাসিন্দাকে হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ ওই ব্যক্তি শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৩ আগস্ট) শান্তিনিকেতনের তালতোড় এলাকায়। সেখানে অরিজিৎ সিং তার একটি সিনেমার শুটিং করছিলেন। শুটিংয়ের জন্য পুলিশের অনুমতি নিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। স্থানীয় এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা বাইকে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। প্রথমে তাকে ৫ মিনিট অপেক্ষা করতে বলা হলেও, ১৫ মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন রাস্তা খোলা হয়নি, তখন তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় অরিজিতের দেহরক্ষীরা তাকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলেন। কমলাকান্ত এতে প্রতিবাদ করলে একজন দেহরক্ষী তাকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেন এবং পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন। ধস্তাধস্তির সময় তার হাতের একটি আংটিও হারিয়ে যায় বলে অভিযোগ করেছেন কমলাকান্ত। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে এখন পর্যন্ত অরিজিৎ সিং বা তার দলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদীপ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় কমলাকান্ত লাহা দুঃখ প্রকাশ করে বলেন, তিনি নিজেও একজন শিল্পী, আরেকজন শিল্পীর নিরাপত্তা কর্মীদের এমন আচরণে তিনি ব্যথিত।