বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

যমুনা সেতু অবরোধ: ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ১২:৫৫ পিএম

যমুনা সেতু অবরোধ: ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ছবি- সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) যমুনা সেতু অবরোধ করা হয়েছে, যা ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

আজ দুপুর ১২টা থেকে যমুনা সেতু পশ্চিম পাড় এলাকার সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ২২টি জেলার ১৮ হাজার যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত এই আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি জানিয়ে আসছে। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় তারা বগুড়ানগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথ নাটক এবং প্রতীকী ক্লাস আয়োজন করে। গত বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা, যার ফলে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের বারবার আন্দোলন ও কর্মসূচির পরেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। এর ফলে তারা এবার যমুনা সেতু অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে। এই অবরোধের ফলে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম অচল হয়ে পড়েছে, যা সরকারের ওপর চাপ বাড়াচ্ছে।