বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আজ বৃহস্পতিবার: রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ১১:২৭ এএম

আজ বৃহস্পতিবার: রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ছবি- সংগৃহীত

সপ্তাহের প্রতিটি দিন রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট এবং দোকানপাট বন্ধ থাকে। তাই কেনাকাটার জন্য বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি কোন দিন কোন এলাকার মার্কেটগুলো বন্ধ থাকে। এতে করে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার মার্কেট বন্ধ থাকবে। মূলত মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর এবং গুলিস্তানের কিছু অংশ এই বন্ধের আওতায় পড়ে। নিচে বিস্তারিতভাবে মার্কেটগুলোর তালিকা দেওয়া হলো:

  • মিরপুর ও শ্যামলী এলাকা: শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শ্যামলী হল মার্কেট।

  • মোহাম্মদপুর এলাকা: মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট।

  • গুলিস্তান ও পল্টন এলাকা: পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

  • অন্যান্য এলাকা: মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন।

তাই কেনাকাটার জন্য বের হওয়ার আগে এই তালিকাটি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।