আগস্ট ১৪, ২০২৫, ০৬:৩৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেছে দলটি। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, গত বছর ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসার ক্ষেত্রে অবহেলা ও যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে সাঈদীকে ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এমনকি, সংকটাপন্ন অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তিনি ইন্তেকাল করেন।
জামায়াতের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সাঈদীর মৃত্যুর পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি। লাখ লাখ মানুষ জানাজায় অংশ নিতে চাইলেও পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালায়, যার ফলে শত শত মানুষ আহত হন। পরবর্তীতে তার মরদেহ পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
ডা. শফিকুর রহমান তার বিবৃতিতে সাঈদীর বর্ণাঢ্য জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশে-বিদেশে কোরআনের তাফসির করেছেন। তার রচিত সাহিত্য ও বক্তব্য মানুষকে ইসলামী আদর্শে উজ্জীবিত করছে। তিনি একজন সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জামায়াতের আমির তার ইলম, দাওয়াত ও ত্যাগময় জীবনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জামায়াতের এই অভিযোগটি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর এক বছর পর আসায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।