বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

মোঃ মোমিনুল ইসলাম

আগস্ট ১৪, ২০২৫, ০৩:৪১ পিএম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে জানান বক্তারা।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিবাদ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুলতান মাহমুদ (দীপ্ত টিভি), সাধারণ সম্পাদক মোফাচ্ছিলুল মাজেদ (বিজয় টিভি), কোষাধ্যক্ষ আবুল কাশেম (নাগরিক টিভি), মোফাসিরুল রাশেদ (বিটিভি), ফখরুল হাসান পলাশ (নিউজ টোয়েন্টিফোর), মাহফুজুল হক আনার (যমুনা টেলিভিশন), সাবেক এনটিভি স্টাফ রিপোর্টার প্রমথেশ শীল এবং দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আযহারুল আজাদ জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি সুবল রায়, কার্যকরী পরিষদের সাধারণ সদস্য ও মাই টিভির জেলা প্রতিনিধি মুকুল চ্যাটার্জী, ইনডিপেনডেন্ট টিভির এসএম আলমগীর, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি সুমন চন্দ্রসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ওপর নৃশংস হামলা এবং একই দিনে আরেক সাংবাদিককে মারধরের ঘটনা প্রমাণ করে যে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা গভীর সংকটে। যখন সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত হয়।

বক্তারা আরও বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, বরং এটি পুরো সাংবাদিক সমাজের প্রতি এক স্পষ্ট হুমকি। দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এমন প্রতিবাদ সাংবাদিকদের প্রতি সমাজের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে।