আগস্ট ১২, ২০২৫, ০৮:২৭ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত দিনাজপুরের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানা আফরিন। সাধারণ সম্পাদক (একাডেমিক) হয়েছেন জাহিদ হাসান জনি এবং সাধারণ সম্পাদক (প্রশাসনিক) পদে দায়িত্ব পেয়েছেন মোঃ নয়ন মিয়া। এছাড়া কমিটিতে আরও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সভাপতি সোহানা আফরিন বলেন, "দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য এই সমিতি কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যক্রমের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।" তিনি নতুন কমিটির সকলের জন্য শুভকামনা জানান।
সাধারণ সম্পাদক (একাডেমিক) জাহিদ হাসান জনি এবং সাধারণ সম্পাদক (প্রশাসনিক) মোঃ নয়ন মিয়াও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
নতুন কমিটি অনুমোদন করেন সদ্য সাবেক সভাপতি মোঃ আহসান হাবীব, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাঈমুর রহমান নাঈম এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।