আগস্ট ১২, ২০২৫, ০৯:৩২ এএম
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা ও খুনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশে সাংবাদিক সমাজের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারই ধারাবাহিকতায়, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাংবাদিকরা একত্রিত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় হাকিমপুর প্রেস ক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ করে এই মানববন্ধন শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, গুম, খুন এবং মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা তুহিন হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের প্রকাশ্য হত্যাকাণ্ড প্রমাণ করে যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই। তারা সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, সময় টিভির শফিকুর রহমান শফিক, মাছরাঙ্গা টিভির হালিম আল রাজী, একুশ টিভির সালাউদ্দিন বকুল, রাইজিং বিডি’র দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিন, মুভিবাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হিলি প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।