আগস্ট ১২, ২০২৫, ০৫:১৮ পিএম
পর্যটকদের আকৃষ্ট করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে নেপাল সরকার আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দিয়েছে। এই সিদ্ধান্তটি এমন সময়ে নেওয়া হলো, যখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের পারমিট ফি এক দশকের মধ্যে প্রথমবারের মতো বৃদ্ধি করা হচ্ছে।
নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের "অনাবিষ্কৃত পর্যটনস্থল"গুলোকে মানুষের কাছে তুলে ধরা। যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হয়েছে সেগুলো নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। এই দুটি অঞ্চল নেপালের অন্যতম দরিদ্র এবং স্বল্পোন্নত প্রদেশগুলোর মধ্যে পড়ে। এসব চূড়ার উচ্চতা ৫,৯৭০ মিটার (১৯,৫৯০ ফুট) থেকে ৭,১৩২ মিটারের মধ্যে।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, "মনোমুগ্ধকর সৌন্দর্য থাকা সত্ত্বেও এসব চূড়ায় পর্যটক ও পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। কারণ এখানে যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য। আমরা আশা করি, নতুন এই বিধানটি পর্যটকদের আকৃষ্ট করে এই অঞ্চলগুলোর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।"
অন্যদিকে, সেপ্টেম্বর থেকে মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) হবে। পর্বতারোহণ নেপালের একটি বড় আয়ের উৎস। গত বছর এই খাত থেকে নেপালের আয় ছিল ৫.৯ মিলিয়ন ডলার, যার তিন-চতুর্থাংশের বেশি এসেছে শুধু এভারেস্ট থেকে।
সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্টে অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি এবং দুর্ঘটনার ঘটনা বেড়েছে। তাই এই নতুন উদ্যোগ পর্বতারোহীদের কম পরিচিত গন্তব্যগুলোতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।