আগস্ট ১২, ২০২৫, ০৮:৪৮ পিএম
জনগণের ম্যান্ডেট পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সকলকে সঙ্গে নিয়ে মিলেমিশে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাকায় একটি যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ, ছাত্র, তরুণ, যুবসমাজসহ সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন।” তিনি আরও বলেন, “ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে-মিশে।”
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয়তাবাদী যুব দল-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-জাতীয়তাবাদী ছাত্র দল’ এই তিন সংগঠনের যৌথ উদ্যোগে ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা হয়।
ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিকেই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, দেশের জনসংখ্যার অধিকাংশই কর্মক্ষম। এদের যদি প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তোলা যায়, তাহলে এই জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, শুধু প্রযুক্তি নয়, খেলাধুলায় পারদর্শী তরুণদের পেশা হিসেবে ক্রীড়াকে প্রতিষ্ঠা করার জন্য ‘নতুন কুড়ি’র পাশাপাশি ক্রীড়া শিক্ষাকেও কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিএনপির এই যুব সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।