বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদ ও আরপিও নিয়ে বিএনপির ইতিবাচক মনোভাব

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ০৩:১০ পিএম

জুলাই সনদ ও আরপিও নিয়ে বিএনপির ইতিবাচক মনোভাব

ছবি- সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধিত খসড়া নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে বিএনপি। সম্প্রতি দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনার জন্য ডাকা হলে বিএনপি তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দলটি সনদের বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং দ্রুততম সময়ের মধ্যে এটি কার্যকর করার পক্ষে।

স্থায়ী কমিটির সূত্র অনুযায়ী, বিএনপি মনে করে সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয়—এমন সংস্কার প্রস্তাবনাগুলো অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে যেকোনো সময় করতে পারে। শুধুমাত্র সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো একটি নির্বাচিত সংসদ সমাধান করবে।

নির্বাচন কমিশনের (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নিয়ে বিএনপির কোনো বড় আপত্তি নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “খসড়ায় যেসব সংশোধনীর প্রস্তাব করা হয়েছে তার অধিকাংশই আমাদের দাবি ছিল। ‘না’ ভোটের বিধান, ইভিএম বাতিল, এবং ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে আমরা ইতিবাচক মনে করি।”

তিনি আরও বলেন, “আচরণবিধি লংঘনের দায়ে শাস্তি এবং কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পুনর্বহাল হয়েছে, যা ভালো দিক। আমরা মনে করি, এগুলো সবই পজিটিভ রিফর্ম।”

এছাড়া, বৈঠকে সংসদীয় আসন পুনর্বিন্যাস কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি দীর্ঘ প্রতিবেদন উপস্থাপন করেন বিএনপির গঠিত কমিটির প্রধান নজরুল ইসলাম খান