বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

পিআর পদ্ধতিতেই নির্বাচন চাই: চরমোনাইর পীর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ১১:১৪ এএম

পিআর পদ্ধতিতেই নির্বাচন চাই: চরমোনাইর পীর

ছবি- সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাইর পীর) বলেছেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। তিনি বলেন, “খুনি, জালেম ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার দেখার পরই পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।”

মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতিতে দেশের ৩০ থেকে ৪০ শতাংশ ভোট নিয়েই সরকার গঠন করা সম্ভব হয়, যেখানে ৬০ থেকে ৭০ ভাগ মানুষের মতামত উপেক্ষিত থাকে। তিনি দাবি করেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।”

তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলেও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তিনি অভিযোগ করেন, একটি বড় দল গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে রেখেছে, যা তারা নির্বাচনের সময় ব্যবহার করে পরিবেশকে অশান্ত করবে। তিনি আরও বলেন, “সোহাগের মতো ছেলেকে পাথর মেরে নির্মমভাবে মারা হচ্ছে, সাংবাদিকরাও নিরাপত্তা পাচ্ছে না।”

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম এবং মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের। সমাবেশ শেষে, সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাগুরা-১ আসনে মাওলানা নাজিরুল ইসলাম এবং মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।