আগস্ট ১৩, ২০২৫, ০১:০৩ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে এই কর্মসূচি পালিত হবে।
বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি এ সময় জানান, ম্যাডামের জন্মদিনে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি সম্প্রতি আলোচিত প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বলেন, “৫ আগস্টের পরে বা আগে আমরা পিআর পদ্ধতি নিয়ে কোনো মতামত পাইনি। আমাদের দেশের মানুষ এখনো এই পদ্ধতির সাথে পরিচিত না। এটা দীর্ঘদিনের দাবিও না, এটা নির্বাচনে জটিলতা সৃষ্টির একটা পলিসি। এটা গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না।