আগস্ট ১৩, ২০২৫, ০৯:১১ পিএম
আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী স্থানীয় সংস্থাগুলোর আবেদন যাচাই-বাছাই করার জন্য নির্বাচন কমিশন (ইসি) একটি ১০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করেছে। এই কমিটির মূল দায়িত্ব হলো, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আবেদনকারীদের যোগ্যতা ও কাগজপত্র পরীক্ষা করা। এটি নির্বাচন পর্যবেক্ষণের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে ইসির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার (১৩ আগস্ট) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত একটি চিঠি থেকে এই কমিটি গঠনের তথ্য জানা যায়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসির আইন শাখার যুগ্ম সচিব ফারুখ আহমেদ, এবং সদস্য সচিব করা হয়েছে জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হককে। কমিটির অন্যান্য সদস্যরা ইসির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রোগ্রামার নিয়ে গঠিত।
এই কমিটি পর্যবেক্ষক নীতিমালার শর্তাবলি অনুযায়ী প্রতিটি আবেদনের সঙ্গে যুক্ত দলিলাদি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। যাচাই-বাছাই শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে যোগ্য সংস্থাগুলোর একটি তালিকা তৈরি করে ইসির কাছে উপস্থাপন করা হবে। ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমা (১০ আগস্ট) পর্যন্ত মোট ৩১৮টি আবেদন জমা পড়েছে, এবং সময়সীমার পরে জমা পড়েছে আরও ১৩টি আবেদন।
উল্লেখ্য, সম্প্রতি ইসি তাদের পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করে আগের ৯৬টি সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করে দিয়েছে। নতুন নীতিমালায় পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়। এই নতুন কমিটি এখন সেই আবেদনগুলো যাচাই করে চূড়ান্তভাবে কোন কোন সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে, তা নির্ধারণ করবে। এটি দেশের নির্বাচন প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।