বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সিলেটে পাথর লুটপাট: দুদক অভিযানে, নজরদারিতে প্রভাবশালীরা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ০৮:২৫ পিএম

সিলেটে পাথর লুটপাট: দুদক অভিযানে, নজরদারিতে প্রভাবশালীরা

ছবি- সংগৃহীত

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকায় নির্বিচারে পাথর লুটপাটের ঘটনায় অবশেষে সক্রিয় হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শত শত কোটি টাকার প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে পাথর লুটের ঘটনায় প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের যোগসাজশ খতিয়ে দেখছে সংস্থাটি। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে দুদকের একটি দল সরেজমিন তদন্ত শুরু করেছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করে। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, যাদের যোগসাজশে এই লুটপাট হয়েছে, তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন, এই ধ্বংসযজ্ঞে স্থানীয় প্রশাসন ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুদক সূত্র বলছে, সাদা পাথর এলাকায় দীর্ঘদিন ধরে চলা এই লুটপাটের কারণে শুধু প্রাকৃতিক সম্পদের অপচয়ই হয়নি, একই সাথে পর্যটনশিল্পও হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দীর্ঘদিন ধরে এই লুটপাটের অভিযোগ করে আসছিলেন, তবে এতদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে।

এই তদন্তের মূল লক্ষ্য হলো, লুটপাটের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এই ঘটনা দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের দুর্বলতা এবং ক্ষমতাধরদের প্রভাবকে আবারও সামনে নিয়ে এসেছে। দুদকের এই অভিযান স্থানীয় প্রশাসনকে চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে, এটি দেশের অন্যান্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষায়ও একটি বার্তা দেবে।

দুদক সূত্র আরও নিশ্চিত করেছে যে তদন্ত শেষ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপগুলো দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং দুর্নীতি প্রতিরোধে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।