বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে শিক্ষকদের সড়ক অবরোধ, সচিবালয় এলাকায় যানজট

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ০৩:১৪ পিএম

রাজধানীতে শিক্ষকদের সড়ক অবরোধ, সচিবালয় এলাকায় যানজট

ছবি- সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তোপখানা রোড অবরোধ করে তাদের এই কর্মসূচির কারণে সচিবালয়ের আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কয়েক হাজার শিক্ষক তোপখানা রোডের কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে নানা স্লোগান দিচ্ছেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সড়ক ছেড়ে ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি।

এ বিষয়ে বিএনপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, শিক্ষকদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সড়ক ছেড়ে যাননি। তবে শিক্ষকদের মধ্যে অনেক বয়স্ক মানুষ থাকায় পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যায়নি। তিনি আরও বলেন, পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করার জন্য শিক্ষক নেতাদেরকে আলোচনার জন্য সচিবালয়ে পাঠিয়েছে।

এদিকে, এই বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।