বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের অভিযোগে দুদকের অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ০১:৫৫ পিএম

সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের অভিযোগে দুদকের অভিযান

ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে এই লুটপাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।”

দীর্ঘদিন ধরে চলা এই পাথর লুটের ঘটনায় রাষ্ট্রের বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) দৈনিক কালবেলা শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে। এছাড়া, কালবেলায় এ সংক্রান্ত একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

দুদকের এই অভিযানকে পাথর লুটের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।