বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

রূপগঞ্জে ৪১ শিক্ষার্থীকে বেত্রাঘাত, সাংবাদিকদের ওপর হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ১০:৪৬ পিএম

রূপগঞ্জে ৪১ শিক্ষার্থীকে বেত্রাঘাত, সাংবাদিকদের ওপর হামলা

ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষক ক্লাস চলাকালীন ৪১ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত করেন। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর শিক্ষার্থীদের একটি অংশ হামলা চালায়। এতে অন্তত চার সাংবাদিকসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

অভিভাবকদের অভিযোগ, গত সোমবার বিকালে এই ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে অভিভাবকরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন। এ সময় সংবাদকর্মীরা খবর সংগ্রহ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পটপরিবর্তনের পর রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর ভাগ্নে তানভীর আহমেদ মুন্নাকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। মুন্না সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস নিতে শুরু করলে শিক্ষার্থীরা তার পাঠদান বুঝতে না পেরে প্রধান শিক্ষকের কাছে তাকে পরিবর্তনের আবেদন জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না শ্রেণিকক্ষে উপস্থিত ৪১ শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে চার শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।

মঙ্গলবার সকালে সংবাদকর্মীরা বিদ্যালয়ে উপস্থিত হলে কয়েকজন শিক্ষকের উসকানিতে শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম, একাত্তর টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান এবং প্রাইম টিভির সাকের আহমেদসহ বেশ কয়েকজন আহত হন। আহত রাকিবুল ইসলামকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূরে আলম জানান, অভিযুক্ত শিক্ষক মুন্নাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং সাংবাদিকদের ওপর হামলায় উসকানিদাতা হিসেবে চিহ্নিত তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক তানভীর হোসেন মুন্না পলাতক রয়েছেন।