বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামকে অবৈধ ব্যানার-পোস্টার মুক্ত করার ঘোষণা মেয়রের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ১০:৩৯ পিএম

চট্টগ্রামকে অবৈধ ব্যানার-পোস্টার মুক্ত করার ঘোষণা মেয়রের

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নগরীর যত্রতত্র লাগানো অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণে মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন। তিনি চট্টগ্রামকে সম্পূর্ণভাবে অবৈধ ব্যানার-পোস্টার মুক্ত করার ঘোষণা দিয়েছেন, যা নগরবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

বুধবার (১৩ আগস্ট) চসিক মেয়র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বলেন, “যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শহর আমাদের, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার।” তিনি আরও জানান, ভবিষ্যতে কেবল সিটি কর্পোরেশনের অনুমোদিত ডিজিটাল বিলবোর্ডেই বিজ্ঞাপন দেওয়া যাবে, এবং কাপড় বা প্লাস্টিকের সাইনবোর্ড আর অনুমোদিত হবে না। যারা এই নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

মেয়র শাহাদাত হোসেন এই কার্যক্রমকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “রাজনৈতিক বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই।” তিনি তার দলের নেতাকর্মীদেরও যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো থেকে বিরত থাকার অনুরোধ করেছেন, এবং জানিয়েছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই বিষয়ে নির্দেশ দিয়েছেন।

এই অভিযানে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের এই অংশগ্রহণকে মেয়র ‘ইতিবাচক ও অনুকরণীয়’ বলে অভিহিত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন দেশের অন্যান্য বড় শহরেও অবৈধ ব্যানার-পোস্টার একটি বড় সমস্যা। এই পদক্ষেপ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য একটি উদাহরণ হতে পারে।