বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান: আটক ১, তদন্তের নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ০৭:১৩ পিএম

আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান: আটক ১, তদন্তের নির্দেশ

ছবি- সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে এই ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম সরোয়ার হাওলাদার, তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। আন্দোলনের আয়োজকদের অভিযোগ, তাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এই স্লোগান দেওয়া হয়েছে। অন্যদিকে, সরোয়ার হাওলাদার দাবি করেছেন, তিনি ভুলবশত মুখ ফসকে এই স্লোগান দিয়ে ফেলেছেন।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, অভিযোগের ভিত্তিতে সরোয়ার হাওলাদারকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, সরোয়ার হাওলাদার নামে ওই ব্যক্তি তাদের আন্দোলনে এসে সংহতি প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন। তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে, তিনি তার বক্তব্যের শেষে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান 'জয় বাংলা' দেন। এতে আন্দোলনকারী ও উপস্থিত জনতা ক্ষুব্ধ হন। যেকোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি ঠেকাতে তারা তাকে পুলিশের হাতে তুলে দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা মনে করছেন, একটি সিন্ডিকেট তাদের এই আন্দোলন বানচাল করার চেষ্টা করছে এবং এই স্লোগানের ঘটনা সেই চেষ্টারই অংশ।